Wednesday, September 28, 2011

বাঙালি ও বাংলা ভাষা, বাংলা ব্যাকরণ (ধ্বনি, বর্ণ, নত্ব, সন্ধি, বচন, লিঙ্গ, বচন)

বাঙালি ও বাংলা ভাষা
বাঙালি সংকর জাতি। খর্বকায় নিগ্রোপ্রতিম মানুষ এদেশে প্রথম আসে। এভাবে বিভিন্ন দেশের মানুষের আগমনে বাঙালি জাতি গড়ে উঠে। ক্রিস্টের জন্মের তিন হাজার বছর আগে প্রথম বেদ
সংকলন করা হয় িএবং ঋক বেদে প্রথম বঙ্গ কথাটির উল্লেখ পাওয়া গেছে। বগুড়ার মহাস্থান গড়ে পাওয়া লিপির সাথে ব্রাহ্মী লিপির সাদৃশ্য রয়েছে। বাংলা এই ব্রাহ্মী লিপির কুটিল রুপ থেকেই এসেছে। খ্রিস্টপূর্ব আনুমানিক ৬০০ অব্দের দিকে আর্যরা নিজেদের ভাষা সংস্কারে মনোনিবেশ করে। এই সংস্কারকৃত ভাষাই সংস্কৃত ভাষা নামে পরিচিত। রামায়নে এ শব্দটি প্রথম মেলে। গভেষনায় পাওয়া যায় যে, গৌড় অপভ্রংশ থেকেও এ ভাষার উৎপত্তি হতে পারে। চর্যাপদেও বাংলাভাষার নিদর্শন পাওয়া যায়। সঠিক একক তথ্য এখনও মেলেনি।
>সম্রাট আকবর এই অখন্ড সত্তার কি নাম দিয়েছিলেন? সুরা-বাঙলা
>ব্রাহ্মী লিপিতে লিখতে কে? সম্রাট অশোক
>কে বাংলা লিপিকে মুদ্রন যোগ্য করে তৈরি করে? ইংরেজ আমলে পঞ্চানন কর্মকার
>কোন ভাষার রুপ থেকে বাংলা ভাষার সৃস্টি? প্রাকৃত
>ব্রজবুলি কি? প্রাচীন লেখকদের একটি কৃত্রিম ভাষা
>বর্তমানে পৃথিবীতে বাংলা ভাষার স্থান কত? চতুর্থ
>সব চেয়ে বেশি ব্যবহৃত ভাষা কোনটি? চৈনিক বা মান্দারিন
>দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে? স্প্যানিশ ও ইংরেজী
>অফিসিয়াল ভাষা হিসাবে বাংলা ভাষার স্থান কত? দশম
>বাংলা ভাষার বয়স কত? প্রায় ১০০০ বছর

বাংলা ব্যাকরণ (ধ্বনি, বর্ণ, নত্ব, সন্ধি, বচন, লিঙ্গ, বচন)
>মৌলিক স্বরধ্বনি কি? অ আ ই উ এ অ্যা ও
>তালব্য বর্ণ কোনগুলো? চ, ছ, জ, ঝ, ঞ
>ওষ্ঠ্য বর্ণ কোনগুলো? প, ফ, ব, ভ, ম
>তাড়নজাত ধ্বনি কোনগুলো? ড়, ঢ়
>স্বরবর্ণে পূণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণ? ৬, ১, ৪
> ৫০টি বর্ণে পূণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণ? ৩২, ৮, ১০
>কোনটি নিলীন বর্ণ? অ
>কোন বর্গের বর্ণ শিশুরা আগে শিখে? প
>বাংলায় সেমি ভাউয়েল কোনগুলো ? য, ব
>ধ্বনি বিপর্যয় কি? পিশাচ থেকে পিচাশ
>কয়েকটি পরিচিত বিদেশি শব্দের ভুল বানান শুদ্ধ করা-ষ্টেশন>স্টেশন, ষ্টুডিও>স্টুডিও, পোষাক>পোশাক
>নিপাতনে ব্যঞ্জন সন্ধি মনে রাখার নিয়ম: পতঞ্জলি ও মনীষা আশ্চর্য হয়ে পরস্পর তাকায়। সেই তস্করকে (চোর) তারা চিনে ফেলে। গত বৃহস্পতিবার ষোড়শ অথবা একাদশজন মিলে দ্যুলোকের গোস্পদ আর বনস্পতি এরা ধ্বংস করেছে।
>লিঙ্গ এর উন্নত রুপ কি ব্যবহার করলে ভাল হয়? জন
>স্ত্রীলিঙ্গান্তর করলে ক্ষুদ্রার্থ বোঝায় কোন শব্দ? নাটক>নাটিকা, পুস্তক>পুস্তিকা
>কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনগুলো? গণ, বৃন্দ, মন্ডলী, বর্গ।