Wednesday, June 29, 2011

পিএসসি পরীক্ষার প্রস্তুতি-১৩

1.  ৩০ লিটার মিশ্রণে এসিড ও পানি ওজনের অনুপাত ৭:৩ । ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশাইলে এসিড ও পানির ওজনের অনুপাত ৩:৭ হবে ?
     ২৫ লিটার
     ৪০ লিটার
     ৩৫ লিটার
     ২০ লিটার
2.  সুমন ও জামাল যথাক্রমে ৫০০০ টাকা ও ৪০০০ টাকা মূলধন নিয়ে একটি কারবার শুরু করল । ৩ মাস পর সুমন আরও ১০০০ টাকা দিল এবং দিলীপ ৭০০০ টাকা মূলধন নিয়ে কারবারের নতুন অংশীদার হল । এক বছরে ৩৬০০ টাকা লাভ হলে সুমন লাভের টাকা কত পাবে ?
     ১৩৫০ টাকা
     ১৩৮০ টাকা
     ১২৮০ টাকা
     ১৪০০ টাকা
3.  ৫৬৭২৮ জন সৈন্য থেকে কমপক্ষে কত জন সৈন্য সরিয়ে রাখলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যায় ?
     ৪২ জন
     ১৬৮ জন
     ৮৪ জন
     ১২৬ জন
4.  ৪ জন পুরূষ বা ৮ জন স্ত্রীলোক একটি কাজ ৯ দিনে করতে পারে । ৬ জন পুরুষ এবং ৬ জন স্ত্রীলোক সেই কাজ কত দিনে করতে পারবে ?
     ৪ দিনে
     ৬ দিনে
     ৫ দিনে
     ৩ দিনে
5.  একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রয় করা হল । বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হয় । ছাগলটির ক্রয় মূল্য কত ?
     ২০০ টাকা
     ২৫০ টাকা
     ৩০০ টাকা
     ৩৫০ টাকা
6.  একটি ফ্যাক্টরীতে মাসে ৫০,০০০ ব্যাগ সিমেন্ট উৎপন্ন হয় । ঐ ফ্যাক্টরীতে আনুষঙ্গিক খরচ মাসে ৮০,০০০ টাকা এবং কাঁচামাল ক্রয় বাবদ ৭৫,০০,০০০ টাকা মাসে খরচ হয় । শতকরা২০ টাকা হারে লাভ করতে হলে প্রতি ব্যাগ সিমেন্টের দাম কত ?
     ১৮১ টাকা
     ১৮২ টাকা
     ১৮১.৯৫ টাকা
     ১৮১.৯২ টাকা
7.  সোনা পানির তুলনায় ১৯.৩ গুণ ভারী । আয়তাকার একটি সোনার বারের দৈর্ঘ্য ৮.৮ সে.মি.,প্রস্থ ৬.৪ সে. মি. এবং উচ্চতা ২.৫ সে. মি.। সোনার বারের ওজন কত ?
     ২৬১৭.৪৪ গ্রাম
     ২৭১৭.৪৪ গ্রাম
     ২৭১৬.৪৮ গ্রাম
     ২৭১৮ গ্রাম
8.  পিতা ওপুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭:২ এবং ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত ৮:৩ হবে। পুত্রের বর্তমান বয়স কত ?
     ১০ বছর
     ১২ বছর
     ১৫ বছর
     ৮ বছর
9.  log 11 + log 121 + log 1331 +………. ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি কত ?
     45 log 11
     55 log 11
     36 log 11
     66 log 11
10.  ƒ(x)=3x+4/x-5 হলে ƒ(1/3) = কত ?
     15/14
     -15/14
     14/15
     -14/15
11.  9+7+5+……. ধারাটির প্রথম n- সংখ্যক পদের যোগফল -144 হলে n = কত ?
     16
     12
     14
     18
12.  একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার কম ও প্রস্থ 3 মিটার অধিক হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে । আবার দৈর্ঘ্য 5 মিটার অধিক ও প্রস্থ 2 মিটার কম হলে ও ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে । এর দৈর্ঘ্য কত ?
     15 মিটার
     25 মিটার
     20 মিটার
     14 মিটার
13.  a-[2b-{3c-(a-2b+3c)}]= কত?
     a+b+c
     o
     a-b
     2a
14.  b/{(a-b)(b-c)}+ a/{(c-a)(a-b)}+c/{(b-c)(c-a)}=কত?
     1
     o
     a+b+c/(a-b)(b-c)(c-a)
     1/(a-b)(b-c)(c-a)
15.  একটির খুটির 1/2 অংশ মাটির নিচে,1/3 অংশ পানির মধ্যে এবং বাকি 2 মিটার পানির উপরে আছে। খুটির দৈর্ঘ্য কত?
     11 মিটার
     13 মিটার
     12 মিটার
     10 মিটার
16.  বাংলাদেশে অর্থনীতির প্রধান খাত কি?
     কাষ্টমস
     আয়কর
     কৃষি
     ভ্যাট
17.  পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রনয়ন করেন কে?
     প্রধানমন্ত্রীর সচিবালয়
     প্লানিং কমিশন
     অর্থ মন্ত্রনালয়
     এনজিও ব্যুরো
18.  বাংলাদেশের প্রশস্ত তম নদী কোনটি?;
     পদ্মা
     মেঘনা
     যমুনা
     গঙ্গা
19.  তত্ত্বাবধায়ক সরকারের আইন কখন পাস হয়?
     ২১ শে জানুয়ারি ১৯৯১
     ২২ শে ফেব্রুয়ারী ১৯৯৫
     ২৭ শে মার্চ ১৯৯৬
     ১০ ই ডিসেম্বর ১৯৯
20.  বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?
     ১৯০৫
     ১৯১৬
     ১৯১১
     ১৯২১
21.  বাংলাদশে বর্তমানে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে ?
     ৩ স্তর
     ৪ স্তর
     ৫ স্তর
     ৬ স্তর
22.  বাংলাদেশে বিচারপতিদের সর্বোচ্চ বয়সসীমা কত ?
     ৫৭ বছর
     ৬০ বছর
     ৬২ বছর
     ৬৭ বছর
23.  মুক্তিযুদ্ধে ঢাকা কত নং সেক্টরের অধীনে ছিল ?
     ৩নং সেক্টর
     ৪নং সেক্টর
     ২নং সেক্টর
     ৬নং সেক্টর
24.  সংবিধানের কত অনুচ্ছেদে ‘ন্যায়পাল’ নিয়োগের বিধান আছে ?
     ২৮
     ১৩৭
     ৭৭
     ৫৬
25.  বাংলাদেশে সরকারি মেডিক্যাল কলেজ কয়টি ?
     ১২ টি
     ১৩ টি
     ১৪ টি
     ১৫ টি
26.  পৃথিবীর বৃহত্তম গ্রন্থাগার –
     দ্য লেনিন লাইব্রেরী
     দ্য লাইব্রেরী অব কংগ্রেস
     বিবলিওথেক ন্যাশনাল
     দ্য ব্রিটিশ লাইব্রেরী
27.  আবর সাগর ও লোহিত সাগরের মধ্যস্তিত প্রণালীর নাম –
     মালাক্কা
     দার্দানেলিস
     হরমুজ
     বাব-এল-মান্দেব
28.  দক্ষিণ এশিয়ার কোন দেশটি এক সময় স্পেনীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল ?
     ভিয়েতনাম
     মালয়েশিয়া
     ফিলিপাইন্স
     সিঙ্গাপুর
29.  কোন সালে ফরাসি বিপ্লব শুরুহয় ?
     ১৭৯৯
     ১৭৯৭
     ১৭৭৬
     ১৭৮৯
30.  জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের সদর দফতর কোথায় অবস্তিত ?
     নিউইয়র্ক
     জেনেভা
     জুরিখ
     আমস্টারডাম 


31.  কোনটি উপদ্বীপ ?
     জাপান
     কোরিয়া
     সৌদি আরব
     কিউবা
32.  এশিয়ার ক্ষুদ্রতম দেশ-
     ভূটান
     ভূটান
     মালদ্বীপ
     থাইল্যান্ড
33.  জিম্বাবুইকে আগে কি নামে ডাকা হতো ?
     দক্ষিণ রোডেশিয়া
     উত্তর রোডেশিয়া
     আপার ভোল্টা
     নিয়াসীল্যান্ড
34.  ভারতের কোন রাজ্যে ‘শিবসেনা’ নামক সাম্প্রদায়িক সংগঠনটি ক্ষমতাসীন রয়েছে ?
     রাজস্তান
     মহারাষ্ট্র
     হরিয়ানা
     মধ্যপ্রদেশ
35.  সর্বাধিক জনবহুল দেশ-
     ভারত
     চীন
     ইন্দোনেশিয়া
     রাশিয়া
36.  কোন উদ্ভিদের কান্ড রুপান্তরিত হয়ে পাতার কাজ করে ?
     ফার্ন
     ফণিমনসা
     আদা
     পাথরকুচি
37.  সালোকসংশ্লেষণ সংঘটিত হয় যেখানে-
     মাইট্রোকন্ড্রিয়া আছে
     নিউক্লিয়াষ আছে
     এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
     ক্লোরোফিল আছে
38.  অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন হয় তাকে বলা হয়-
     অবাত শ্বসন
     সবাত শ্বসন
     ক ও খ উভয়ই
     কোনটিই নয়
39.  ধানের বাদামী রোগ হয় –
     ছত্রাক দ্বারা
     ভাইরাস দ্বারা
     ব্যাকটেরিয়া দ্বারা
     ব্যকটেরিওফায দ্বারা
40.  বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম-
     রাজ কাকঁড়া
     গন্ডার
     পিপিলিকাভুক্ত ম্যনিস
     স্নো লোরিস
41.  পূর্ণাঙ্গ ব্যাঙ শ্বাসকার্য চালায় –
     ফুসফুসের সাহায্য
     ত্বকের সাহায্য
     ক ও খ উভয়টি সঠিক
     ফুলকার সাহায়্যে
42.  ফিতা কৃমি কি ধরনের প্রানী ?
     মৃত্জীবী
     অংশিক পরজীবী
     বহি:পরজীবী
     অন্ত: পরজীবী
43.  হিমুগ্লোবিনের কাজ কি ?
     খাদ্য পরিবহন করা
     খাদ্য সংশ্লেষন করা
     অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইড বহন করা
     হরমোন বহন করা
44.  বিষাক্ত নিকোটিন থাকে—
     চায়ে
     কফিতে
     গাঁজায়
     তামাকে
45.  এইডস (AIDS) একটি –
     ব্যকটিরিয়া গঠিত রোগ
     ভাইরাস গঠিত রোগ
     প্রোটোজোয়া গঠিত রোগ
     ফাংগাস গঠিত রোগ
46.  নিচের কোনটি জীবশ্ম জ্বালানি নয় ?
     পেট্রোল
     কয়লা
     পাকৃতিক গ্যাস
     বায়ু গ্যাস
47.  এক খন্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন-
     বাড়বে
     কমবে
     প্রথমে কমবে পরে বাড়বে
     একই থাকবে
48.  পাহাড়ে উঠার সময় আমাদের সামনের দিকে জুকতে হয় কারন –
     বেগ বাড়ানোর জন্য
     ক্লান্তি কমানোর জন্য
     শরীরকে স্থির রাখার জন্য
     পেছনের দিকে হেলে পড়া রোধের জন্য
49.  বর্ষা কালে বিজা কাপড় শোকাতে দেরি হয় কারন –
     বৃষ্টি পাত বেশি হয়
     সুর্য মেঘে ঢাকা থাকে
     বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেশি থাকে
     বাতাস কম থাকে
50.  কম্পিউটার কে আবিস্কার করেন ?
     উইলিয়াম অটরেড
     বেইসি প্যাসকেল
     হাওয়ার্ড এইকিন
     আবাকাস
51.  What is the meaning of the expression ‘bottom line’ ?
     The final step
     The end of a road
     The last line of a book
     The essential point
52.  Don’t Worry. English grammar is not – to understand.
     so difficult
     very difficult
     too difficult
     difficult enough
53.  “ To read between the lines” means—
     to read carefully
     to read only some lines
     to read quickly to save time
     to read carefully to find out an hidden meaning
54.  I’ ve never seen such a ‘slow coach’ like you? Here ‘slow-coach’ means –
     an irresponsible person
     a careless person
     a very lazy person
     an unthoughtful person
55.  A pilgrim is a person who undertakes : Journey to a –
     holy place
     mosque
     bazaar
     new country
56.  What is the synonyn of ‘Competent’ ?
     Discrete
     Capabl
     Prudent
     Cautious
57.  What is the antonym of ‘Gentle’ ?
     Harsh
     Clever
     Modest
     Rude
58.  What is the antonym of ‘Honorary’ ?
     Literary
     Honourable
     Salaried
     Official
59.  Which one is the correct ?
     One of my friends are a lawyer
     One of my friends is a lawyer
     One of my friend is a lawyer
     One of my friends are a lawyer
60.  I ___ here since 1870.
     live
     am living
     have been living
     lived